৩৭৯

পরিচ্ছেদঃ কান্না করার হাদীসসমূহ

(৩৭৯) মক্কায় আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ সা’দ বিন আবী অক্কসের সাথে দেখা করতে গেলেন। তিনি কাঁদতে লাগলে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাঁদছ কী কারণে? তিনি বললেন, আমার আশঙ্কা হয় যে, সেই মাটিতে আমার মরণ হবে, যে মাটি থেকে আমি হিজরত ক’রে গেছি।

أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى سَعْدٍ يَعُودُهُ بِمَكَّةَ فَبَكَى قَالَ : مَا يُبْكِيكَ ؟ فَقَالَ : قَدْ خَشِيتُ أَنْ أَمُوتَ بِالأَرْضِ الَّتِى هَاجَرْتُ مِنْهَا

ان النبى صلى الله عليه وسلم دخل على سعد يعوده بمكة فبكى قال : ما يبكيك ؟ فقال : قد خشيت ان اموت بالارض التى هاجرت منها

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৪/ আন্তরিক কর্মাবলী