পরিচ্ছেদঃ ৫. ‘আসরের সালাতের ওয়াক্ত
৪১৫। আবূ ’আমর আল-আওযাঈ (রহঃ) বলেন, ’আসরের সালাতে বিলম্ব করার অর্থ হচ্ছে, সূর্যের হলুদ রং জমিনে প্রতিভাত হতে দেখা (পর্যন্ত বিলম্ব করা)।[1]
দুর্বল মাক্বতূ।
باب فِي وَقْتِ صَلَاةِ الْعَصْرِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ قَالَ أَبُو عَمْرٍو يَعْنِي الأَوْزَاعِيَّ وَذَلِكَ أَنْ تَرَى، مَا عَلَى الأَرْضِ مِنَ الشَّمْسِ صَفْرَاءَ .
- ضعيف مقطوع
حدثنا محمود بن خالد، حدثنا الوليد، قال قال ابو عمرو يعني الاوزاعي وذلك ان ترى، ما على الارض من الشمس صفراء .
- ضعيف مقطوع
[1] এর দোষ হচ্ছে, এর সনদ মাক্বতূ।
Al-Awza'i said:
Delaying the 'Asr prayer means that the sunshine becomes yellow on the earth.
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আওযায়ী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة)