পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭৫-[৪০] সালামাহ্ ইবনু কায়স হতে শু’আবূল ঈমান-এ এটি বর্ণনা করেছেন।[1]
وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ عَنْ سَلَمَةَ بن قيس
وروى البيهقي في شعب الايمان عن سلمة بن قيس
[1] য‘ঈফ : শু‘আবূল ঈমান ৩৩১৮। কারণ এর সানাদে رجل যার নাম ‘আমর ইবনু রবী‘আহ্ একজন মাজহূল রাবী আর লাহ্ই‘আহ্-এর উস্তায একজন অপরিচিত রাবী।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৭: সওম (রোযা) (كتاب الصوم)