পরিচ্ছেদঃ ১১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাকবীরে তাহরীমার পর যা পড়তে হয়
৮১৬-[৫] আর ইবনু মাজাহও এ হাদীসটি আবূ সা’ঈদ (রাঃ) হতে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন, এ হাদীসটি আমি হারিসাহ্ ছাড়া অন্য কারও সূত্রে শুনিনি। তার স্মরণশক্তি সমালোচিত।[1]
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنْ أَبِي سَعِيدٍ
وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ حَارِثَةَ وَقَدْ تُكُلِّمَ فِيهِ مِنْ قِبَلِ حفظه
ورواه ابن ماجه عن ابي سعيد
وقال الترمذي: هذا حديث لا نعرفه الا من حديث حارثة وقد تكلم فيه من قبل حفظه
[1] সহীহ : ইবনু মাজাহ্ ৮০৪। আলবানী (রহঃ) বলেনঃ ইমাম তিরমিযী ছাড়া অন্যরা হারিসাহ্ ছাড়াও অন্যদের সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। যেমন- ইমাম আবূ দাঊদ ও দারাকুত্বনী ‘আয়িশাহ্ (রাঃ) থেকে অন্য সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন যার রাবীগণ বিশ্বস্ত। আর এ উভয় সানাদে হাদীসটি শক্তিশালী হয়েছে। যেহেতু আবূ সা‘ঈদ (রাঃ) হতে বর্ণিত এর একটি সহীহ শাহিদ রয়েছে। আবূ দাঊদ ও অন্যগুলোতে অতিরিক্ত রয়েছেঃ ثُمَّ يَقُوْلُ : لَا اِلهَ اِلَّا اللهُ ثَلَاثًا، ثُمَّ يَقُوْلُ اللهُ اَكْبَرُ ثَلَاثًا، اَعُوْذُ بِاللهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ مِنْ حَمْزِه وَنَفْخِه وَنَفْثِه، ثُمَّ يَقْرأ
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)