পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - বিলম্বে আযান
৬৮৮-[৯] ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের দু’টি ব্যাপার মুয়ায্যিনদের ঘাড়ে ঝুলে থাকে। সিয়াম (রোযা) ও সালাত (সালাত/নামায/নামাজ)। (ইবনু মাজাহ্)[1]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَصْلَتَانِ مُعَلَّقَتَانِ فِي أَعْنَاقِ الْمُؤَذِّنِينَ لِلْمُسْلِمِينَ: صِيَامُهُمْ وَصَلَاتُهُمْ . رَوَاهُ ابْنُ مَاجَه
وعن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: خصلتان معلقتان في اعناق الموذنين للمسلمين: صيامهم وصلاتهم . رواه ابن ماجه
[1] জাল বা বানোয়াট : ইবনু মাজাহ্ ৭১২, সিলসিলাহ্ আয্ য‘ঈফাহ্ ৯০১। কারণ এর সানাদে ‘‘বাক্বিয়্যাহ্’’ রয়েছে যিনি একজন মুদাল্লিস রাবী। আর তার শিক্ষক মারওয়ান ইবনু সালিম সম্পর্কে ইমাম বুখারী বলেনঃ সে মুনকিরুল হাদীস। আর আবূ আরুরাহ্ এর মন্তব্য হলো, সে একজন মিথ্যুক রাবী।
ব্যাখ্যা: মুয়াযযিনদের দায়িত্বে রয়েছে এজন্য তারা সালাত (সালাত/নামায/নামাজ) ও রোযাকে সংরক্ষণ করবে (সময়কে সংরক্ষণ করবে)।
হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)