৬৮৮

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - বিলম্বে আযান

৬৮৮-[৯] ’আবদুল্লাহ ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের দু’টি ব্যাপার মুয়ায্যিনদের ঘাড়ে ঝুলে থাকে। সিয়াম (রোযা) ও সালাত (সালাত/নামায/নামাজ)। (ইবনু মাজাহ্)[1]

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: خَصْلَتَانِ مُعَلَّقَتَانِ فِي أَعْنَاقِ الْمُؤَذِّنِينَ لِلْمُسْلِمِينَ: صِيَامُهُمْ وَصَلَاتُهُمْ . رَوَاهُ ابْنُ مَاجَه

ব্যাখ্যা: মুয়াযযিনদের দায়িত্বে রয়েছে এজন্য তারা সালাত (সালাত/নামায/নামাজ) ও রোযাকে সংরক্ষণ করবে (সময়কে সংরক্ষণ করবে)।


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ