৬৩৯

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের ফযীলত

৬৩৯-[১৬] তিরমিযী ইবনু ’আব্বাস (রাঃ) ও ইবনু ’উমার (রাঃ) হতে মু’আল্লাক্ব হিসেবে এ হাদীস বর্ণনা করেছেন।

وَرَوَاهُ التِّرْمِذِيّ عَن ابْن عَبَّاس وَابْن عمر تَعْلِيقا

ورواه الترمذي عن ابن عباس وابن عمر تعليقا

ব্যাখ্যা: এ হাদীসে ‘আলী  (রাঃ)-এর মতে মধ্যবর্তী সালাত (সালাত/নামায/নামাজ) হিসেবে ফাজরের (ফজরের) সালাতকে বর্ণনা করা হয়েছে। অথচ ‘আলী (রাঃ)-এর থেকে এর বিপরীত তথা ‘আসরের সালাত সম্পর্কে মত পাওয়া যায়।

‘আলী (রাঃ)-এর মতে যে, মধ্যবর্তী সালাত হলো ‘আসরের সালাত। এ মতের পক্ষে দু’টি বর্ণনা মূল গ্রন্থে রয়েছে। তাছাড়া ইবনু ‘আব্বাস (রাঃ)-এর নামেও বর্তমান হাদীসে যে মত প্রকাশিত হয়েছে তারও বিপরীত তার থেকে প্রমাণিত। মোটকথা, এ হাদীসে ‘আলী  (রাঃ) এবং ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে যে মত বর্ণিত হয়েছে তা তাদের প্রকৃত মত নয়। বিস্তারিত জানার জন্য মূল গ্রন্থ (মির্‘আত) দেখুন।


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)