পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - প্রথম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায়
৬১০-[২৪] দারিমী এ হাদীস ’আব্বাস (রাঃ)থেকে বর্ণনা করেছেন।[1]
وَرَوَاهُ الدَّارمِيّ عَن الْعَبَّاس
ورواه الدارمي عن العباس
[1] য‘ঈফ : দারিমী ১/২৭৫। কারণ এর সানাদে ‘উমার ইবনু ইব্রাহীম আল্ ‘আবদী রয়েছে যার সম্পর্কে হাফিয ইবনু হাজার বলেনঃ সে সত্যবাদী। তবে ক্বাতাদাহ্ থেকে তার বর্ণনাগুলো দুর্বল। আর তার এ বর্ণনাটি ক্বাতাদাহ্ থেকে।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)