২৯০

পরিচ্ছেদঃ

২৯০. ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ১৩ বছর অবস্থান করেন। এ সময় তাঁর উপর ওহী অবতীর্ণ হতে থাকে। আর মদিনায় ১০ বছর অবস্থান করেন এবং ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।[1]

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ ، قَالَ : حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ ، قَالَ : حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ ، قَالَ : حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " مَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ ثَلاثَ عَشْرَةَ سَنَةً يُوحَى إِلَيْهِ ، وَ بِالْمَدِينَةِ عَشْرًا ، وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلاثٍ وَسِتِّينَ " .

حدثنا احمد بن منيع ، قال : حدثنا روح بن عبادة ، قال : حدثنا زكريا بن اسحاق ، قال : حدثنا عمرو بن دينار ، عن ابن عباس ، قال : " مكث النبي صلى الله عليه وسلم بمكة ثلاث عشرة سنة يوحى اليه ، و بالمدينة عشرا ، وتوفي وهو ابن ثلاث وستين " .


Ibn 'Abbaas Radiyallahu 'Anhu reports: "Rasulullah Sallallahu 'Alayhi Wasallam lived in Makkah for thirteen years. (In these thirteen years) Wahi was revealed (to Rasulullah Sallallahu 'Alayhi Wasallam. After this he made hijrah from Makkah), and lived for ten years in Madinah. He passed away at the age of sixty three.

Different narrations have been narrated regarding the age of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam, which has been briefly explained at the beginning of this chapter. According to the muhadditheen and historians this is the most correct narration.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
৫৩. রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স সম্পর্কে যা বর্ণিত হয়েছে (باب ما جاء فى سن رسول الله ﷺ)