পরিচ্ছেদঃ
الضحى (দ্বোহা) অর্থ সকালবেলা বা দিনের প্রথম প্রহর। হাদীসে ইশরাক ও চাশত উভয় নামাযকে বুঝাতে ’সালাতুয দ্বোহা’ শব্দ এসেছে। সূর্য উদয়ের সময় নিষিদ্ধ ওয়াক্তের পর হতে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে দ্বোহা বলা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪ রাক’আত চাশতের সালাত আদায় করতেন:
২১৬. মু’আযা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন? উত্তরে তিনি বললেন, হ্যাঁ- ৪ রাক’আত সালাত আদায় করতেন। আল্লাহ চাইলে কখনো কখনো বেশিও পড়তেন।[1]
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ ، قَالَ : حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ، قَالَ : حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ يَزِيدَ الرِّشْكِ ، قَالَ : سَمِعْتُ مُعَاذَةَ ، قَالَتْ : قُلْتُ لِعَائِشَةَ : أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى ؟ قَالَتْ : " نَعَمْ ، أَرْبَعَ رَكَعَاتٍ , وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ عَزَّ وَجَلَّ " .
Mu'aadhah Radiyallahu 'Anha says: "I asked 'Aayeshah, 'Did Rasulullah Sallallahu'Alayhi Wasallam perform the salaatut duha (chaast prayers) ?" She replied: "Yes, he performed four rak'ahs (the least), and added to it the amount Allah Ta'aala willed".
Salaatut duha is a nafl devotion, therefore at least two rak'ahs could be performed. More could be added to it, if the heart wills, which has no end. It has been ascertained that Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam performed up to twelve rakahs. Some are of the opinion, that it has been ascertained that Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam only performed eight rak'ahs. But one has certainly been encouraged in a narration to perform up to twelve rak'ahs.