পরিচ্ছেদঃ
১০১. জাবির ইবনে সামুরা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বালিশের উপর হেলান দেয়া অবস্থায় দেখেছি।[1]
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حَدَّثَنَا إِسْرَائِيلُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ ، قَالَ : " رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ "
Jaabir bin Samurah radiyallahu anhu says: "I had seen Rasulullah sallallahu alaihe wasallam lean on a pillow."
এ হাদীস থেকে বুঝা যায়, আহার ছাড়া অন্য সময় রাসূলুল্লাহ (সাঃ) হেলান দিয়ে বসতেন।
This is the same Hadith mentioned at the beginning of the chapter. The author wanted to comment on this Hadith, therefore it is mentioned here.