৪৮

পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রিয় পোষাক ছিল হিবারা :

৪৮. আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সর্বাধিক প্রিয় কাপড় হলো (ইয়ামানে তৈরি চাদর) হিবারা।[1]

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ ، قَالَ : حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَلْبَسُهُ الْحِبَرَةُ " .

حدثنا محمد بن بشار ، قال : حدثنا معاذ بن هشام ، قال : حدثني ابي ، عن قتادة ، عن انس بن مالك ، قال : " كان احب الثياب الى رسول الله صلى الله عليه وسلم , يلبسه الحبرة " .


Anas bin Maalik (R.A) says: "The sheet (body wrap) most liked by Rasulullah (Sallallahu alaihe wasallam) was the Yamaani printed sheet."

সে সময়ে পোশাকের বিখ্যাত স্থান ইয়ামানের তৈরি ডোরা ও কারুকার্য সম্বলিত সূতী বা কাতান প্রকৃতির চাদরকে ‘হিবারা’ বলা হতো। এগুলো কখনো লাল, কখনো নীল, আবার কখনো সবুজ ডোরাকাটা হতো।


This siims to contradict the hadith mentioned at the begining of the chapter where it is stated that Sayyidina Rasulullah (Sallalahu alaihe wasallam) preferred wearing the qamis (kurtah) the most. The 'Ulama have given many explanations for this. The simplest explanation if that there is no difference. He liked the qamis very much and the sheet too. It could also be said that among ordinary clothing that are worn, he liked the qamis the most, and from the ones that are used for outer covering, he liked the sheet the most. It has also been stated that for purposes of evidence this is a much stronger hadith.Some 'Ulama have taken the first hadith for the different types of clothing, among which Sayyidina Rasulullah (S.A.W) liked the qamis most, and this hadith for the coloured clothing, from which he liked the coloured printed sheet the most. Some say the sheet was of a green colour. The object is that, among the colours, green was liked the most, as it is the colour of the clothing in Jannah (paradise).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
৮. রাসূলুল্লাহ (ﷺ)-এর পোশাক-পরিচ্ছদ (باب ما جاء في لباس رسول الله ﷺ)