পরিচ্ছেদঃ ৪/৫১. সালাত আদায়কারীর সামনে আড়াআড়িভাবে শোয়া
২৯৩. মায়মূনাহ (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেনঃ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন হায়েয অবস্থায় থাকা সত্ত্বেও আমি তাঁর বরাবর বসে থাকতাম। কখনো কখনো তিনি সিজদা করার সময় তাঁর কাপড় আমার গায়ে লাগতো। আর তিনি ছোট চাটাইয়ের উপর সালাত আদায় করতেন।
الاعتراض بين يدي المصلي
حَدِيْثُ مَيْمُونَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ وَأَنَا حَائِضٌ وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ
حديث ميمونة قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي وانا حذاءه وانا حاىض وربما اصابني ثوبه اذا سجد
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ১৯, হাঃ ৩৭৯; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৫১, হাঃ ৫১৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মাইমূনাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪/ সালাত (كتاب الصلاة)