পরিচ্ছেদঃ ৪/৪৭. সালাত আদায়কারীর সুতরা বা (বেড়া দণ্ড) প্রসঙ্গে
২৭৯. ইব্নু ’উমার (রাযি.) হতে বর্ণিত, নবী ﷺ তাঁর উটনীকে সামনে রেখে সালাত আদায় করতেন। (বুখারী পর্ব ৮ঃ /৯৮ হাঃ ৫০৭, মুসলিম ৪/৪৭, হাঃ ৫০২)
سترة المصلي
حَدِيْثُ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ فَيُصَلِّي إِلَيْهَا
حديث ابن عمر عن النبي صلى الله عليه وسلم انه كان يعرض راحلته فيصلي اليها
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৯৮, হাঃ ৫০৭; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৪৭, হাঃ ৫০২
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪/ সালাত (كتاب الصلاة)