পরিচ্ছেদঃ ৪/৩৭. ইমামদের প্রতি সালাত সংক্ষিপ্ত করতঃ পূর্ণ করার নির্দেশ দেয়া
২৬৯. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সংক্ষেপে এবং পূর্ণভাবে আদায় করতেন।
أمر الأئمة بتخفيف الصلاة في تمام
حَدِيْثُ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُوجِزُ الصَّلاَةَ وَيُكْمِلُهَا
حديث انس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم يوجز الصلاة ويكملها
সহীহুল বুখারী, পৰ্ব ১০: আযান, অধ্যায় ৬৪, হাঃ মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৩৭, হাঃ ৪৬৯
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪/ সালাত (كتاب الصلاة)