পরিচ্ছেদঃ ৪/২৮. কাতার সোজা ও ঠিক করা
২৪৯. আনাস (রাযি.) হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা কাতার সোজা করে নিবে। কেননা, আমি আমার পিছনের দিক হতেও তোমাদের দেখতে পাই।
تسوية الصفوف وإقامتها
حَدِيْثُ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ أَقِيمُوا الصُّفُوفَ فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي
حديث انس بن مالك ان النبي صلى الله عليه وسلم قال اقيموا الصفوف فاني اراكم خلف ظهري
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৭১, হাঃ ৭১৮; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ২৮, হাঃ ৪৩৪
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪/ সালাত (كتاب الصلاة)