পরিচ্ছেদঃ ৮/২৩. ষাট সা‘-এ এক ওয়াসক।
১/১৮৩২। আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ষাট সা’ এ এক ওয়াসক।
بَاب الْوَسْقُ سِتُّونَ صَاعًا
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ الْكِنْدِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ عَنْ إِدْرِيسَ الْأَوْدِيِّ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِي الْبَخْتَرِيِّ عَنْ أَبِي سَعِيدٍ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْوَسْقُ سِتُّونَ صَاعًا
حدثنا عبد الله بن سعيد الكندي حدثنا محمد بن عبيد الطنافسي عن ادريس الاودي عن عمرو بن مرة عن ابي البختري عن ابي سعيد رفعه الى النبي صلى الله عليه وسلم قال الوسق ستون صاعا
আহমাদ ১১১৭০, ইরওয়াহ ৩/২৭৫, যঈফ আবী দাউদ ২৭৩।
তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী আবুল বাখতারী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন সালিহ আল জায়লী বলেন, তিনি সিকাহ তবে শীয়া মতাবলম্বী। সুলায়মান বিন দাউদ আত-তায়লাসী বলেন, আবুল বাখতারী আবু সাঈদ থেকে হাদিস শ্রবন করেন নি। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৩৪২, ১১/৩২ নং পৃষ্ঠা)
তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী আবুল বাখতারী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন সালিহ আল জায়লী বলেন, তিনি সিকাহ তবে শীয়া মতাবলম্বী। সুলায়মান বিন দাউদ আত-তায়লাসী বলেন, আবুল বাখতারী আবু সাঈদ থেকে হাদিস শ্রবন করেন নি। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৩৪২, ১১/৩২ নং পৃষ্ঠা)
Abu Sa'eed narrated and attributed to the Prophet:
“A Wasq is sixty Sa.”
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান ইবনু মাজাহ
৮/ যাকাত (كتاب الزكاة)