১৩৬০

পরিচ্ছেদঃ ২৩৪: জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য

৬৮/১৩৬০। উক্ত রাবী (আবূ হুরাইরা) রাদিয়াল্লাহু আনহু ও জাবের রাদিয়াল্লাহু আনহু উভয় কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যুদ্ধ হচ্ছে প্রতারণামূলক এক ধরনের চক্রান্ত।” (বুখারী) [1]


(অন্য সময় ধোঁকা ও প্রতারণা অবৈধ হলেও যুদ্ধের সময় তা বৈধ। যেহেতু রক্ত-পিয়াসী শত্রুকে যেন-তেন প্রকারে পরাস্ত করাই উদ্দিষ্ট।)

(234) بَابُ فَضْلِ الْـجِهَادِ

وَعَنهُ وَعَن جَابِرٍ رَضِيَ اللهُ عَنهُمَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، قَالَ: الحَرْبُ خَدْعَةٌ». متفقٌ عَلَيْهِ

وعنه وعن جابر رضي الله عنهما: ان النبي صلى الله عليه وسلم، قال: الحرب خدعة». متفق عليه

(234) Chapter: Obligation of Jihad


Abu Hurairah and Jabir (May Allah be pleased with them) reported:
The Prophet (ﷺ) said, "War is deception."

[Al-Bukhari and Muslim].

Commentary: "Khad`ah'' means deception, i.e., employing a strategy which causes misunderstanding to the enemy, and one's real intent does not become evident to them. This is permissible in Islam in the state of war.The Ahadith mentioned in this chapter make the importance of Jihad and the reason for so much stress on it abundantly clear. These also show how great a crime it is to ignore it. It is very unfortunate indeed that present-day Muslims are guilty of renouncing Jihad in every part of the world. May Allah help us to overcome this negligence.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১১/ (আল্লাহর পথে) জিহাদ (كتاب الجهاد)