পরিচ্ছেদঃ ২৩৪: জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য
৬৪/১৩৫৬। আবূ উমামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করল না, অথবা কোন মুজাহিদকে (যুদ্ধ-সরঞ্জাম দিয়ে যুদ্ধের জন্য) প্রস্তুত করল না কিংবা মুজাহিদদের গৃহবাসীদের ভালভাবে তত্ত্বাবধান করার জন্য তার প্রতিনিধিত্ব করল না, আল্লাহ তাকে কিয়ামতের পূর্বেই কোন বিপদ বা দুর্ঘটনায় আক্রান্ত করবেন।” (আবূ দাউদ শুদ্ধ সানাদ) [1]
(234) بَابُ فَضْلِ الْـجِهَادِ
وَعَن أَبي أُمَامَة رضي الله عنه، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «مَنْ لَمْ يَغْزُ، أَوْ يُجَهِّزْ غَازِياً، أَوْ يَخْلُفْ غَازياً في أهْلِهِ بِخَيرٍ، أصَابَهُ اللهُ بِقَارعَةٍ قَبْلَ يَوْمِ القِيَامَةِ». رواه أَبُو داود بإسناد صحيح
(234) Chapter: Obligation of Jihad
Abu Umamah (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) said, "He who neither takes part in fighting nor equips a warrior nor looks after his (the warrior's) family, will be afflicted by severe calamities before the Day of Resurrection."
[Abu Dawud].
Commentary: This Hadith means that one who neither takes part in Jihad nor provides arms to a Mujahid nor looks after the families of the Mujahidun during their absence, is guilty of crimes for which he is punished in this world by Allah. It is, therefore, the duty of the Muslim Ummah that it should in no way neglect the obligation of Jihad and all its requirements; otherwise it will suffer punishment in this world and in the next.