১২৭৬

পরিচ্ছেদঃ ২৩২: রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে

১/১২৭৬। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে ই’তিকাফ করতেন।’ (বুখারী ও মুসলিম)[1]

(232) بَابُ فَضْلِ الْاِعْتِكَافِ

عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ . متفقٌ عَلَيْهِ

عن ابن عمر رضي الله عنهما، قال: كان رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان . متفق عليه

(232) Chapter: I'tikaf (Seclusion in the Mosque) in the Month of Ramadan


Ibn `Umar (May Allah be pleased with them) reported:
The Messenger of Allah (ﷺ) used to observe I`tikaf in the last ten days of Ramadan.

[Al-Bukhari and Muslim].


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৯/ ই‘তিকাফ (ইবাদত-উপাসনার জন্য একান্তে অবস্থান করা) (كتاب الاعتكاف)