পরিচ্ছেদঃ ২৩২: রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে
১/১২৭৬। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে ই’তিকাফ করতেন।’ (বুখারী ও মুসলিম)[1]
(232) بَابُ فَضْلِ الْاِعْتِكَافِ
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَعْتَكِفُ العَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ . متفقٌ عَلَيْهِ
(232) Chapter: I'tikaf (Seclusion in the Mosque) in the Month of Ramadan
Ibn `Umar (May Allah be pleased with them) reported:
The Messenger of Allah (ﷺ) used to observe I`tikaf in the last ten days of Ramadan.
[Al-Bukhari and Muslim].
পরিচ্ছেদঃ ২৩২: রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে
২/১২৭৭। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযানের শেষ দশকে মহান আল্লাহ তাঁকে মৃত্যুদান করা পর্যন্ত ই’তিকাফ করেছেন। তাঁর (তিরোধানের) পর তাঁর স্ত্রীগণ ই’তিকাফ করেছেন।’ (বুখারী ও মুসলিম)[1]
(232) بَابُ فَضْلِ الْاِعْتِكَافِ
وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ العَشْرَ الأوَاخِرَ مِنْ رَمَضَانَ، حَتَّى تَوَفَّاهُ اللهُ تَعَالَى، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ . متفقٌ عَلَيْهِ
(232) Chapter: I'tikaf (Seclusion in the Mosque) in the Month of Ramadan
'Aishah (May Allah be pleased with her) reported:
The Prophet (ﷺ) used to engage himself in I'tikaf (seclusion for prayers) in the mosque during the last ten nights of Ramadan till he passed away; thereafter, his wives followed this practice after him.
[Al- Bukhari and Muslim].
পরিচ্ছেদঃ ২৩২: রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে
৩/১২৭৮। আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমযান মাসের (শেষ) দশদিন ই’তিকাফ করতেন। তারপর যে বছরে তিনি মারা যান, সে বছরে বিশ দিন ই’তিকাফ করেছিলেন।’ (বুখারী)[1]
(232) بَابُ فَضْلِ الْاِعْتِكَافِ
وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ فِي كُلِّ رَمَضَانَ عَشْرَةَ أَيَّامٍ، فَلَمَّا كَانَ العَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْماً . رواه البخاري
(232) Chapter: I'tikaf (Seclusion in the Mosque) in the Month of Ramadan
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
The Prophet (ﷺ) used to observe I'tikaf every year (during Ramadan) for ten days; in the year in which he passed away, he observed I'tikaf for twenty days.
[Al-Bukhari].
Commentary: We learn from these Ahadith that the observance of I`tikaf in the last ten days of Ramadan is Sunnah of the Prophet (PBUH). But it can be done only in mosque not at home. I`tikaf helps to enhance one's spiritual growth and to strive hard to worship Allah better as there is nothing to distract one's attention from this noble pursuit.