৬১৮

পরিচ্ছেদঃ ৭২: অহংকার প্রদর্শন ও গর্ববোধ করা অবৈধ

২/৬১৮। সালামাহ ইবনে আকওয়া রাদিয়াল্লাহু ’আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার বাম হাত দ্বারা খেল। তিনি বললেন, ’’তোমার ডান হাত দ্বারা খাও।’’ সে বলল, ’আমি অপারগ।’ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’’তুমি (যেন ডান হাতে খেতে) না পারো।’’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মানতে তাকে অহংকারই বাধা দিয়েছিল। বর্ণনাকারী বলেন, ’(তারপর) থেকে সে তার ডান হাত মুখ পর্যন্ত উঠাতে পারেনি।’ (মুসলিম) [1]

بَابُ تَحْرِيْمِ الْكِبْرِ وَالْإِعْجَابِ - (72)

وَعَن سَلَمَةَ بنِ الأكوَعِ رضي الله عنه: أنّ رَجُلاً أكَلَ عِنْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم بِشِمَالِهِ، فَقَالَ: «كُلْ بيَمِينِكَ» قَالَ: لاَ أسْتَطِيعُ ! قَالَ: لاَ اسْتَطَعْتَ » مَا مَنَعَهُ إِلاَّ الكِبْرُ . قَالَ: فما رفَعها إِلَى فِيهِ. رواه مسلم

وعن سلمة بن الاكوع رضي الله عنه: ان رجلا اكل عند رسول الله صلى الله عليه وسلم بشماله، فقال: «كل بيمينك» قال: لا استطيع ! قال: لا استطعت » ما منعه الا الكبر . قال: فما رفعها الى فيه. رواه مسلم

(72) Chapter: Condemnation of Pride and Self-Conceit


Salamah bin Al-Akwa' (May Allah be pleased with him) reported:
A man ate in the presence of Messenger of Allah (ﷺ) with his left hand. He (ﷺ) said, "Eat with your right hand." He said: "I cannot." Thereupon he (the Prophet (ﷺ)) said, "May you never be able to do that." It was arrogance that prevented him from doing it, and he could not raise it (the right hand) up to his mouth afterwards.

[Muslim].

Commentary: This Hadith occurred in chapter 16 concerning the observance of Sunnah but is repeated here to identify pride and its detriment and to describe the bad end of the arrogant people as we see in it. See the commentary on Hadith No. 160.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
বিবিধ (كتاب المقدمات)