পরিচ্ছেদঃ ১৫: আমলের রক্ষণাবেক্ষণ
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ১৫৯, আন্তর্জাতিক নাম্বারঃ ১৫৫
৩/১৫৯। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, ’যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের নামায কোনো ব্যথা-বেদনা অথবা অন্য কোন কারণে ছুটে যেত, তখন তিনি দিনে বার রাকআত নামায পড়ে নিতেন।’[1] (মুসলিম)
(15) - باب المحافظة على الأعمال
وعن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا فاتته الصلاة من الليل من وجع أو غيره، صلى من النهار ثنتي عشرة ركعة" (رواه مسلم).
وعن عاىشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم اذا فاتته الصلاة من الليل من وجع او غيره، صلى من النهار ثنتي عشرة ركعة" (رواه مسلم).
[1] মুসলিম ৭৪৬, তিরমিযী ৪৪৫, ৭৩৬, ৭৬৮, নাসায়ী ১৩১৫, ১৬০১, ১৬৪১, ১৬৪১, ১৬৫১, ১৭১৮, আবূ দাউদ ৫৬, ১৩৪২, ১৩৪৬, ১৩৫০, ১৩৫১, ইবনু মাজাহ ১১৯১, ১৩৪৮, ১৭১০, ৪২৩৮, আহমাদ ২৩৭৪৮, ২৪৭৮৯, ২৫৫২২, ২৫৬৮৭, ২৫৭৭৮
(15) Chapter: Righteous Conduct on a Regular Basis
'Aishah (May Allah be pleased with her) reported:
When Messenger of Allah (ﷺ) missed the optional night Salat (Tahajjud) due to pain or any other reason, he would perform twelve Rak'ah during the day time.
[Muslim].
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
বিবিধ (كتاب المقدمات)