পরিচ্ছেদঃ ৫: মুরাক্বাবাহ্ (আল্লাহর ধ্যান)
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ৬৮, আন্তর্জাতিক নাম্বারঃ ৬৭
৮/৬৮। আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ’আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’মানুষের ইসলামের সৌন্দর্য (অর্থাৎ তার উত্তম মুসলিম হওয়ার একটি চিহ্ন) হল অনর্থক (কথা ও কাজ) বর্জন করা।’’[1] (হাসান হাদীস, তিরমিযী প্রমুখ)
(5) - باب المراقبة
الثامن: عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : " من حسن إسلام المرء تركه ما لا يعنيه" (حديث حسن رواه الترمذي وغيره)
الثامن: عن ابي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : " من حسن اسلام المرء تركه ما لا يعنيه" (حديث حسن رواه الترمذي وغيره)
[1] তিরমিযী ২৩১৭, ইবনু মাজাহ ৩৯৭৬।
(5) Chapter: Watchfulness
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "It is from the excellence of (a believer's) Islam that he should shun that which is of no concern to him".
[At-Tirmidhi].
হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
বিবিধ (كتاب المقدمات)