রাশেদ ইবনে সা'দ (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ২. পরিবর্তিত পানির হুকুম

৪২(২). ইবনুস সাওয়াফ (রহঃ) ... রাশেদ ইবনে সা’দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পানি অপবিত্র হয় না তার স্বাদ অথবা ঘ্রাণ বিকৃত না হওয়া পর্যন্ত। রাশেদ এর অধিক বলেননি। আল-গুদায়দী এ হাদীস আবু উমামা (রাঃ)-র সূত্রে বর্ণনা করেছেন।

بَابُ الْمَاءِ الْمُتَغَيِّرِ

حَدَّثَنَا ابْنُ الصَّوَّافِ ، نَا حَامِدُ بْنُ شُعَيْبٍ ، نَا سُرَيْجٌ ، نَا أَبُو إِسْمَاعِيلَ الْمُؤَدِّبُ ، وَأَبُو مُعَاوِيَةَ ، عَنِ الْأَحْوَصِ ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا يُنَجِّسُ الْمَاءَ إِلَّا مَا غَيَّرَ طَعْمَهُ أَوْ رِيحَهُ " . لَمْ يُجَاوِزْ بِهِ رَاشِدٌ ، وَأَسْنَدَهُ الْغَضِيضِيُّ ، عَنْ أَبِي أُمَامَةَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ রাশেদ ইবনে সা'দ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ২. পরিবর্তিত পানির হুকুম

৪৫(৫). আবূ বকর আশ শাফিঈ (রহঃ) ... রাশেদ ইবন সা’দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন কিছু পানিকে অপবিত্র করতে পারে না—যাবত তার ঘ্রাণ অথবা স্বাদ বিকৃত না হয়। এটি মুরসাল হাদীস। আবু উসামা এ সনদ সূত্র রাশেদ পর্যন্ত শেষ করেছেন।

بَابُ الْمَاءِ الْمُتَغَيِّرِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ الشَّافِعِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ شَاذَانَ ، نَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ ، نَا عِيسَى بْنُ يُونُسَ ، نَا الْأَحْوَصُ بْنُ حَكِيمٍ ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْمَاءُ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَلَبَ عَلَيْهِ رِيحُهُ أَوْ طَعْمُهُ " . مُرْسَلٌ ، وَوَقَفَهُ أَبُو أُسَامَةَ عَلَى رَاشِدٍ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ রাশেদ ইবনে সা'দ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ২. পরিবর্তিত পানির হুকুম

৪৬(৬). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু আওন ও রাশেদ ইবনে সা’দ (রহঃ) থেকে বর্ণিত। তারা বলেন, কোন কিছুর দ্বারা পানির ঘ্রাণ অথবা স্বাদ বিকৃত না হওয়া পর্যন্ত তা নাপাক হয় না।

بَابُ الْمَاءِ الْمُتَغَيِّرِ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا أَبُو الْبَخْتَرِيِّ ، نَا أَبُو أُسَامَةَ ، نَا الْأَحْوَصُ بْنُ حَكِيمٍ ، عَنْ أَبِي عَوْنٍ وَرَاشِدِ بْنِ سَعْدٍ ، قَالَا : الْمَاءُ لَا يُنَجِّسُهُ شَيْءٌ إِلَّا مَا غَيَّرَ رِيحَهُ أَوْ طَعْمَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ রাশেদ ইবনে সা'দ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩৫৬(৪২). আবদুল গাফের ইবনে সালামা (রহঃ) ... রাশেদ ইবনে সা’দ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ উভয় কান মাথার অংশ। এটি মুরসাল হাদীস। এটি তিনি-আবু উমামা (রাঃ)-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে মুত্তাসিলরূপেও বর্ণিত হয়েছে, কিন্তু তা সহীস নয়। আবু বাকর ইবনে আবু মারয়াম হাদীসশাস্ত্রে দুর্বল।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

حَدَّثَنَا عَبْدُ الْغَافِرِ بْنُ سَلَامَةَ الْحِمْصِيُّ ، نَا أَبُو حُمَيْدٍ الْحِمْصِيُّ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ ، نَا أَبُو حَيْوَةَ ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي مَرْيَمَ ، عَنْ رَاشِدِ بْنِ سَعْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ " . هَذَا مُرْسَلٌ ، وَرُوِيَ عَنْهُ مُتَّصِلًا عَنْ أَبِي أُمَامَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَلَا يَصِحُّ ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي مَرْيَمَ ضَعِيفٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ রাশেদ ইবনে সা'দ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ৪ পর্যন্ত, সর্বমোট ৪ টি রেকর্ডের মধ্য থেকে