মুক্বসিম (রহঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে ১ টি
পরিচ্ছেদঃ ৯৫. সালাতের সময় যদি মহিলার হায়েয হয় কিংবা পবিত্র হয়
৯১৮. মুক্বসিম হতে বর্ণিত, ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা হতেও অনুরূপ (বর্ণিত আছে)।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ২/৩৩৭ যয়ীফ সনদে; তবে এটি সহীহ সনদে ৮৩১ (অনুবাদে ৮২৭) নং এ গত হয়েছে। দেখুন, সামনে ৯৪০ (অনুবাদে ৯৩৬) নং ।
তাখরীজ: ইবনু আবী শাইবা, ২/৩৩৭ যয়ীফ সনদে; তবে এটি সহীহ সনদে ৮৩১ (অনুবাদে ৮২৭) নং এ গত হয়েছে। দেখুন, সামনে ৯৪০ (অনুবাদে ৯৩৬) নং ।
بَابُ الْمَرْأَةِ تَطْهُرُ عِنْدَ الصَّلَاةِ أَوْ تَحِيضُ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ مِقْسَمٍ عَنْ ابْنِ عَبَّاسٍ مِثْلَهُ
إسناده ضعيف
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ মুক্বসিম (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ ১ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে