উমামাহ্ বিনতু রুকয়কাহ্ (রাঃ) থেকে বর্ণিত হাদিস পাওয়া গেছে টি

পরিচ্ছেদঃ ১৩. কোন ব্যক্তি রাতে পাত্রে পেশাব করে তা নিকটে রেখে দেয়া

২৪। হুকাইমাহ বিনতু উমাইমাহ বিনতু রুক্বাইক্বাহ তাঁর মা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি কাঠের পাত্র ছিল। সেটি তাঁর খাটের নিচে থাকত। রাতের বেলায় তিনি তাতে পেশাব করতেন।[1]

হাসান সহীহ।

باب فِي الرَّجُلِ يَبُولُ بِاللَّيْلِ فِي الإِنَاءِ ثُمَّ يَضَعُهُ عِنْدَهُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ حُكَيْمَةَ بِنْتِ أُمَيْمَةَ رُقَيْقَةَ، عَنْ أُمِّهَا، أَنَّهَا قَالَتْ كَانَ لِلنَّبِيِّ صلي الله عليه وسلم قَدَحٌ مِنْ عَيْدَانٍ تَحْتَ سَرِيرِهِ يَبُولُ فِيهِ بِاللَّيْلِ ‏.‏

. حسن صحيح


Narrated Umaymah daughter of Ruqayqah: The Prophet (ﷺ) had a wooden vessel under his bed in which he would urinate at night.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ উমামাহ্ বিনতু রুকয়কাহ্ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ

পরিচ্ছেদঃ ২৮: পাত্রে প্রস্রাব করা

৩২. আইয়ূব ইবনু মুহাম্মাদ আল ওয়াযযান (রহ.) ..... উমামাহ্ বিনতু রুকয়কাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) -এর জন্যে কাঠ দ্বারা নির্মিত একটি পেয়ালা ছিল। তিনি (সা.) তাতে (রাতে) প্রস্রাব করতেন এবং তা চৌকি/খাটের নিচে রেখে দিতেন।

بَاب الْبَوْلِ فِي الْإِنَاءِ

أَخْبَرَنَا أَيَّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا حَجَّاجٌ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ قال ابْنُ جُرَيْجٍ:‏‏‏‏ أَخْبَرَتْنِي حُكَيْمَةُ بِنْتُ أُمَيْمَةَ، ‏‏‏‏‏‏عَنْ أُمِّهَاأُمَيْمَةَ بِنْتِ رُقَيْقَةَ، ‏‏‏‏‏‏قَالَتْ:‏‏‏‏ كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عَيْدَانٍ يَبُولُ فِيهِ وَيَضَعُهُ تَحْتَ السَّرِيرِ .

تخریج دارالدعوہ: سنن ابی داود/الطہارة ۱۳ (۲۴)، (تحفة الأشراف: ۱۵۷۸۲) (حسن صحیح)

صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 32 - حسن صحيح

28. Urinating In A Vessel


It was narrated that Umaimah bint Ruqaiqah said: The Prophet (ﷺ) had a vessel made from a date tree in which he would urinate and place it under the bed.


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ উমামাহ্ বিনতু রুকয়কাহ্ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে