কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৭০৯
পরিচ্ছেদঃ বালেগা নারীর মাথায় ওড়না না দিয়ে সালাত আদায় করার ব্যাপারে সতর্কীকরণ
১৭০৯. আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঋতুস্রাব হয় এমন নারীর ওড়না বিহীন সালাত আদায় করলে আল্লাহ তা কবূল করবেন না।”[1]
[1] ইবনু মাজাহ: ৬৫৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/২২৯; মুসনাদ আহমাদ: ৬/১৫০; আবূ দাঊদ: ৬৪১; তিরমিযী: ৩৭৭; সুনান বাইহাকী: ২/২৩৩; বাগাবী, শারহুস সুন্নাহ: ৫২৭; হাকিম: ১/২৫১; সহীহ ইবনু খুযাইমাহ: ৭৭৫।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাসান বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৯৬)
ذِكْرُ الزَّجْرِ عَنْ أَنْ تُصَلِّيَ الْحُرَّةُ الْبَالِغَةُ مِنْ غَيْرِ خِمَارٍ يَكُونُ عَلَى رَأْسِهَا
1709 - حدثنا ابن خزيمة قال: بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ بِإِسْنَادٍ مِثْلِهِ وَقَالَ:( .... صَلَاةَ امْرَأَةٍ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ) الراوي : عَائِشَة | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 1709 | خلاصة حكم المحدث: صحيح ـ ((الإرواء)) (196).