কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৪৫১
পরিচ্ছেদঃ (২) সালাত পরিত্যাগ করার ব্যাপারে হুশিয়ারী
১৪৫১. জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “বান্দা ও কুফরের মাঝে কেবল পার্থক্য হলো সালাত তরক করা।”[1]
[1] ইবনু মান্দাহ, আল ঈমান: ২১৯; সহীহ মুসলিম: ৮২; তিরমিযী: ২৬১৮; সুনান বাইহাকী: ৩/৩৬৬; মুসনাদ আহমাদ: ৩/৩৭০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১১/১৪; তিরমিযী: ২৬১৮; তাবারানী আস সাগীর: ২/১৪; দারেমী: ১/২৮০; নাসাঈ: ১/২৩২; আবূ দাঊদ: ৪৬৭৮; ইবনু মাজাহ: ১০৭৮; দারাকুতনী: ২/৫৩; বাগাবী: ৩৪৭; মুসনাদুশ শিহাব: ২৬৭।
হাদীসটিকে আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/১৯৪)
2 - بَابُ الْوَعِيدِ عَلَى تَرْكِ الصَّلَاةِ
1451 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ الْعَبْدِيُّ أَخْبَرَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (لَيْسَ بَيْنَ العبد وبين الكفر إلا ترك الصلاة) الراوي : ابْن عُمَرَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 1451 | خلاصة حكم المحدث: صحيح.