১৭৮৩

পরিচ্ছেদঃ ৬০: ফজরের দু' রাকআত সুন্নাতের সময় এবং হাদীস বর্ণনায় নাফি-এর ওপর মতানৈক্য

১৭৮৩. সুওয়াইদ ইবনু নাসর (রহ.) ..... যুহরী (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, সায়িব ইবনু ইয়াযীদ (রাঃ) আমাকে খবর দিয়েছেন যে, একদা রসূলুল্লাহ (সা.) -এর দরবারে শুরাইহ আল হাযরামী (রাঃ)-এর আলোচনা হলো। রসূলুল্লাহ (সা.) বললেন, সে এমন এক ব্যক্তি যে কুরআনকে বালিশ বানায় না (অর্থাৎ সে কুরআন না পড়ে ঘুমায় না বরং যত্নের সঙ্গে রাতে কুরআন পাঠ করে থাকে)।

باب وَقْتِ رَكْعَتَىِ الْفَجْرِ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى نَافِعٍ

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ أَنْبَأَنَا يُونُسُ، ‏‏‏‏‏‏عَنِ الزُّهْرِيِّ، ‏‏‏‏‏‏قَالَ:‏‏‏‏ أَخْبَرَنِي السَّائِبُ بْنُ يَزِيدَ، ‏‏‏‏‏‏أَنَّ شُرَيْحًا الْحَضْرَمِيَّ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ‏‏‏‏‏‏فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:‏‏‏‏ ذَاكَ رَجُلٌ لَا يَتَوَسَّدُ الْقُرْآنَ . تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۳۸۰۲)، مسند احمد ۳/۴۴۹ (صحیح الإسناد) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1784 - صحيح الإسناد

The time for the two rak'ahs of Fajr, and mentioning the differences reported from Nafi'


It was narrated that Az-Zuhri said: As-Sa'ib bin Yazid told me that Shuraih Al-Hadrami was mentioned in the presence of the Messenger of Allah (ﷺ), and the Messenger of Allah (ﷺ) said: He does not sleep on the Qur'an.