লগইন করুন
পরিচ্ছেদঃ জামাআতের সাথে ইশার নামায পড়ার ফজীলত
৩৯০) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ মুনাফেকদের উপর ফজর ও ইশার নামাযের চেয়ে অধিক কঠিন অন্য কোন নামায নেই। তারা যদি জানত এ দু’টি নামাযে কত ছাওয়াব রয়েছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এ নামায দু’টিতে উপস্থিত হত।
باب فَضْلِ الْعِشَاءِ فِي الْجَمَاعَةِ
৩৯০ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ النَّبِيُّ لَيْسَ صَلاةٌ أَثقَلَ عَلَى الْمُنَافِقِينَ مِنَ الْفَجْر وَالْعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا. (بخارى:৬৫৭)
The superiority of the 'Isha' prayer in congregation
Narrated Abu Huraira:
The Prophet (ﷺ) said, "No prayer is heavier upon the hypocrites than the `Fajr` and the `Isha` prayers and if they knew what is in them (in reward), they would have attended them, even if (it was) crawling.