৩৮৯

পরিচ্ছেদঃ মসজিদে যাওয়ার সময় পদক্ষেপসমূহের বিনিময়ে ছাওয়াব কামনা করা

৩৮৯) আনাস (রাঃ) হতে বর্ণিত, বনী সালামার লোকেরা তাদের ঘর-বাড়ী ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট চলে আসার ইচ্ছা করলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনার উপকন্ঠ খালী করে চলে আসা অপছন্দ করলেন। তাই তিনি বললেনঃ তোমরা কি দূর থেকে আসার পদ চিহ্নসমূহের বিনিময়ে ছাওয়াব কামনা করবে না?

باب احْتِسَابِ الآثَارِ

৩৮৯ـ عن أَنَسٍ : أَنَّ بَنِي سَلِمَةَ أَرَادُوا أَنْ يَتَحَوَّلُوا عَنْ مَنَازِلِهِمْ، فَيَنْزِلُوا قَرِيبًا مِنَ النَّبِيِّ ، قَالَ: فَكَرِهَ رَسُولُ اللَّهِ أَنْ يُعْرُوا الْمَدِينَةَ، فَقَالَ أَلا تَحْتَسِبُونَ آثارَكُمْ. (بخارى:৬৫৬)

৩৮৯ـ عن انس : ان بني سلمة ارادوا ان يتحولوا عن منازلهم، فينزلوا قريبا من النبي ، قال: فكره رسول الله ان يعروا المدينة، فقال الا تحتسبون اثاركم. (بخارى:৬৫৬)

Every step towards good deeds is rewarded


Anas said that the people of Bani Salima wanted to shift to a place near the Prophet (ﷺ) but Allah's Messenger (ﷺ) disliked the idea of leaving their houses uninhabited and said, "Don't you think that you will get the reward for your footprints."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان)