লগইন করুন
পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ
২২৭. (সহীহ) উক্ববা বিন আমের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ’’যে কেউ ওযু করে এবং সুন্দরভাবে তা সম্পাদন করে, অতঃপর দু’রাকাআত সালাত আদায় করে- স্বীয় মুখমণ্ডল ও হৃদয় দ্বারা আগ্রহাম্বিত হয়ে তা আদায় করে[1], তবে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়।’’
(হাদীছটি বর্ণনা করেছেন মুসলিম ২৩৪, আবু দাউদ ৯০৬, নাসাঈ ১/৯৫, ইবনু মাজাহ্ ৪৭০ ও ইবনু খুযায়মাহ্)
الترغيب في ركعتين بعد الوضوء
(صحيح) وَعَنْ عقبة بن عامر رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ وَيُصَلِّي رَكْعَتَيْنِ يُقْبِلُ بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ. رواه مسلم وأبو داود والنسائي وابن ماجه وابن خزيمة