লগইন করুন
পরিচ্ছেদঃ ২৩: যে অবস্থায় কিবলাহ্ ছাড়া অন্যদিকে মুখ করে সালাত আদায় করা বৈধ
৪৯১. ’আমর ইবনু ’আলী ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহ.) ..... ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) মক্কাহ্ হতে মদীনাহ্ অভিমুখে যাওয়ার সময় নিজ বাহনের উপরে (নফল) সালাত আদায় করতেন। এ সম্পর্কে অত্র আয়াত নাযিল হয়, (فَاَیۡنَمَا تُوَلُّوۡا فَثَمَّ وَجۡهُ اللّٰهِ) অর্থাৎ, “তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা বিদ্যমান”- (সূরা আল বাক্বারাহ ২: ১১৫)।
باب الحال التي يجوز فيها استقبال غير القبلة
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، عَنْ يَحْيَى، عَنْ عَبْدِ الْمَلِكِ، قال: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ، قال: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى دَابَّتِهِ وَهُوَ مُقْبِلٌ مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ، وَفِيهِ أُنْزِلَتْ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ سورة البقرة آية 115 . تخریج دارالدعوہ: صحیح مسلم/صلاة المسافرین ۴ (۷۰۰)، سنن الترمذی/تفسیر البقرة (۲۹۵۸)، (تحفة الأشراف: ۷۰۵۷)، مسند احمد ۲/۲۰، ۴۱ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 492 - صحيح
23. Situations In Which It Is Permitted Not To Face The Qiblah
It was narrated that Ibn 'Umar said: The Messenger of Allah (ﷺ) used to pray while on his animal when he was coming back from Makkah to Madinah. Concerning this, the verse was revealed: So wherever you turn (yourselves or your faces) there is the Face of Allah.' [1]
[1] Al-Baqarah 2:115.