২৩০

পরিচ্ছেদঃ ১৪৪: পুরুষের গোসলের জন্যে কি পরিমাণ পানির প্রয়োজন হয়?

২৩০. কুতায়বাহ্ ইবনু সাঈদ (রহ.) ..... আবূ জা’ফার (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা জাবির ইবনু আবদুল্লাহ-এর সামনে গোসলের ব্যাপারে বিতর্কে লিপ্ত হলাম, তখন জাবির (রাঃ) বললেন, অপবিত্রতার গোসলে এক সা’ পানিই যথেষ্ট। আমরা বললাম এক সা’ অথবা দুই সা কোনরূপেই যথেষ্ট নয়। জাবির বললেন, তোমাদের থেকে উত্তম ও বেশি কেশযুক্ত ব্যক্তির (রাসূলুল্লাহ (সা.) -এর) জন্যে যথেষ্ট হতো।

بَاب ذِكْرِ الْقَدْرِ الَّذِي يَكْتَفِي بِهِ الرَّجُلُ مِنْ الْمَاءِ لِلْغُسْلِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، ‏‏‏‏‏‏عَنْ أَبِي إِسْحَاقَ، ‏‏‏‏‏‏عَنْ أَبِي جَعْفَرٍ، ‏‏‏‏‏‏قال:‏‏‏‏ تَمَارَيْنَا فِي الْغُسْلِ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، ‏‏‏‏‏‏فَقَالَ جَابِرٌ:‏‏‏‏ يَكْفِي مِنَ الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ صَاعٌ مِنْ مَاءٍ ، ‏‏‏‏‏‏قُلْنَا:‏‏‏‏ مَا يَكْفِي صَاعٌ وَلَا صَاعَانِ، ‏‏‏‏‏‏قَالَ جَابِرٌ:‏‏‏‏ قَدْ كَانَ يَكْفِي مَنْ كَانَ خَيْرًا مِنْكُمْ وَأَكْثَرَ شَعْرًا . تخریج دارالدعوہ: صحیح البخاری/الغسل ۳ (۲۵۲)، (تحفة الأشراف: ۲۶۴۱) (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 231 - صحيح

144. Mention Of How Much Water Is Sufficient For A Man To Perform Ghusl


It was narrated that Abu Ja'far said: We argued about Ghusl in the presence of jabir in 'Abdullah, and Jabir said: 'One Sa' of water is sufficient for ghusl from Janabah.' We said: 'One Sa' is not enough and neither is two.' Jabir said: 'It was sufficient for one who was better than you and had more hair.'