লগইন করুন
পরিচ্ছেদঃ ৮২: মাথা মাসাহ এর সংখ্যা
৯৯. মুহাম্মাদ ইবনু মানসূর (রহ.) ..... ’আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) (যাকে স্বপ্নে আযানের বর্ণনা দেখানো হয়েছিল) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) -কে উযূ করতে দেখেছি। তিনি তিনবার মুখমণ্ডল ধৌত করেন এবং দু’বার করে হাত ধৌত করেন এবং দু’বার করে পা ধৌত করেন ও মাথা মাসাহ করেন দু’বার।
عَدَدُ مَسْحِ الرَّأْسِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قال: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ، قال: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ . تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۹۷، (تحفة الأشراف: ۵۳۰۸) (شاذ) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 99 - شاذ
82. The Number Of Times The Head Is Wiped
It was narrated that 'Abdullah bin Zaid, who was shown the call to prayer (in a dream), said: I saw the Messenger of Allah (ﷺ) perform Wudu'; he washed his face three times and his hands twice, he washed his feet twice and wiped his head twice.