লগইন করুন
পরিচ্ছেদঃ ৪১: পানির দ্বারা পবিত্রতা অর্জন প্রসঙ্গ
৪৬. কুতায়বাহ্ (রহ.) ..... ’আয়িশাহ্ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তোমাদের স্বামীদেরকে পানি দিয়ে শৌচকার্য সমাধান করতে বল, আমি নিজে তাদেরকে এ কথা বলতে লজ্জাবোধ করি, অবশ্যই রাসূলুল্লাহ (সা.) এরূপই করতেন।
الِاسْتِنْجَاءُ بِالْمَاءِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قالت: مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالْمَاءِ، فَإِنِّي أَسْتَحْيِيهِمْ مِنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ . تخریج دارالدعوہ: سنن الترمذی/الطہارة ۱۵ (۱۹)، (تحفة الأشراف: ۱۷۹۷۰)، مسند احمد ۶/۱۱۳، ۱۱۴، ۱۲۰، ۱۳۰، ۱۷۱، ۲۳۶ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 46 - صحيح
41. Cleaning Oneself With Water
It was narrated that 'Aishah said: Tell your husbands to clean themselves with water, for I am too shy to tell them myself. The Messenger of Allah (ﷺ) used to do that.