কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৮৮৭
পরিচ্ছেদঃ ৫৩/১২. একই খালে মু'মিন দু’বার দংশিত হয় না।
১৮৮৭. আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্ৰকৃত মু’মিন একই গর্ত থেকে দু’বার দংশিত হয় না।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৮৩, হাঃ ৬১৩৩; মুসলিম, পৰ্ব ৫৩; সংসারের প্রতি অনাসক্তি ও অস্তরের কোমলতা, অধ্যায় ১২, হাঃ ২৯৯৮
لا يلدغ المؤمن من جحر مرتين
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ