কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৭৮৭
পরিচ্ছেদঃ ৫০/৯. আঘাতে আল্লাহ তা'আলার চেয়ে আর কেউ অধিক ধৈর্যশীল নয়।
১৭৮৭. আবু মূসা (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কষ্টের কথা শোনার পর আল্লাহ তা’আলার চেয়ে অধিক ধৈর্যধারণকারী কেউ বা কোন কিছুই নেই। লোকেরা তাঁর জন্য সন্তান সাব্যস্ত করে; এরপরও তিনি তাদের বিপদ মুক্ত রাখেন এবং বিক দান করেন।
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৭১, হাঃ ৬০৯৯; মুসলিম, পৰ্ব ৫০ : মুনাফিক ও তাদের স্কুম, অধ্যায় ৯, হাঃ ২৮০৪
لا أحد أصبر على أذى من الله عز وجل
حديث أَبِي مُوسى رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَيْسَ أَحَدٌ، أَوْ لَيْسَ شَيْءٌ أَصْبَرَ، عَلَى أَذًى سَمِعَهُ، مِنَ اللهِ إِنَّهُمْ لَيَدْعُونَ لَهُ وَلَدًا، وَإِنَّهُ لَيُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ