পরিচ্ছেদঃ ৫০/৮. চন্দ্ৰ খণ্ডন।
১৭৮৬. ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে চাঁদ দু’খণ্ড হয়েছিল।
انشقاق القمر
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ الْقَمَرَ انْشَقَّ فِي زَمَانِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حديث ابن عباس، ان القمر انشق في زمان النبي صلى الله عليه وسلم
সহীহুল বুখারী, পৰ্ব ৬১ : মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৭, হাঃ ৩৬৩৮; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ৮, হাঃ ২৮০৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৫০/ মুনাফিক ও তাদের হুকুম (كتاب صفات المنافقين وأحكامهم)