কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১৪৪৯
পরিচ্ছেদঃ ৪০/১. যুগকে গালি দেয়া নিষিদ্ধ।
১৪৪৯. আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, আদম সন্তানরা আমাকে কষ্ট দেয়। তারা যমানাকে গালি দেয়; অথচ আমিই যমানা। আমার হাতেই সকল ক্ষমতা; রাত ও দিন আমিই পরিবর্তন করি।
সহীহুল বুখারী, পৰ্ব ৬৫: তাফসীর সূরাহ ৪৫ আল জাসিয়াহ, অধ্যায় ১, হাঃ ৪৮২৬; মুসলিম, পৰ্ব ৪০: সৌজন্যমূলক কথা বলা ইত্যাদি, অধ্যায় ১, হাঃ ২২৪৬
النهي عن سب الدهر
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَالَ اللهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ، يَسُبُّ الدَّهْرَ، وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ، أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ