১৪৬৪

পরিচ্ছেদঃ ৬৯. যে পরিমাণ নাপাক নামায নষ্ট করে

১৪৬৪(১). আবু আবদুল্লাহ আল-মু’আদ্দাল আহমাদ ইবনে আমর ইবনে উসমান (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এক দিরহাম পরিমাণ (সামান্য) রক্তের কারণে পুনরায় নামায পড়তে হবে। আসাদ ইবনে আমর (রহঃ) রাওহ ইবনে গুতাইফের নামের ব্যাপারে ভিন্নমত ব্যক্ত করেছেন। অতঃপর তার নাম বলেন গাতীফ (রহঃ) এবং এটা তার অনুমান।

بَابُ قَدْرِ النَّجَاسَةِ الَّتِي تُبْطِلُ الصَّلَاةَ

حَدَّثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمُعَدِّلُ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ عُثْمَانَ بِوَاسِطٍ ، ثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ التَّمَّارُ ، ثَنَا الْقَاسِمُ بْنُ مَالِكٍ الْمُزَنِيُّ ، ثَنَا رَوْحُ بْنُ غُطَيْفٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " تُعَادُ الصَّلَاةُ مِنْ قَدْرِ الدِّرْهَمِ مِنَ الدَّمِ " . خَالَفَهُ أَسَدُ بْنُ عَمْرٍو فِي اسْمِ رَوْحِ بْنِ غُطَيْفٍ فَسَمَّاهُ غُطَيْفًا وَوَهِمَ فِيهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ