১৩৯১

পরিচ্ছেদঃ ৫৭. নামাযের হালালকারী হলো সালাম ফিরানো

১৩৯১(১). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নামাযের চাবি (সূচনা) হলো পবিত্রতা, তার নিষিদ্ধকারী হলো তাকবীর তাহরীমা এবং তার হালালকারী হলো (শেষে) সালাম ফিরানো।

بَابٌ: تَحْلِيلُ الصَّلَاةِ التَّسْلِيمُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا الْحَسَّانِيُّ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا وَكِيعٌ ، ح وَحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَحْمَدَ الدَّقَّاقُ ، ثَنَا الْحَسَنُ بْنُ سَلَّامٍ ، ثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَا : ، ثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ عَنْ عَلِيٍّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - " مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ " . وَقَالَ عُبَيْدُ اللَّهِ : " وَإِحْرَامُهَا ... وَإِحْلَالُهَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ