১৩৮২

পরিচ্ছেদঃ ৫৩. সালাম ফিরানোর পর সাহু সিজদা করা

১৩৮২(২). ইবনে সায়েদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনে বুহায়না (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নিয়ে যুহরের নামায পড়েন। তিনি দ্বিতীয় রাকআতে না বসে (ভুলবসত) দাঁড়িয়ে গেলেন। তিনি নামাযশেষে দু’টি সাহু সিজদা করেন, অতঃপর সালাম ফিরান।

بَابُ سُجُودِ السَّهْوِ بَعْدَ السَّلَامِ

حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ ، ثَنَا أَبُو عُبَيْدِ اللَّهِ الْمَخْزُومِيُّ ، ثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ ابْنِ بُحَيْنَةَ قَالَ : صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الظُّهْرَ فَقَامَ فِي اثْنَتَيْنِ وَلَمْ يَجْلِسْ فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ