১২৮৪

পরিচ্ছেদঃ ৪১. যে ব্যক্তি ইমামের (রুকূ থেকে) পিঠ সোজা করে ওঠার পূর্বে নামাযে যোগদান করতে পারলো সে (ঐ রাকআত) নামায পেলো

১২৮৪(১). আবু তালিব আল-হাফিজ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (কোন রাকআতের রুকু থেকে) ইমামের পিঠ সোজা করে দাঁড়ানোর পূর্বে (রুকু অবস্থায়) তার সাথে যোগদান করতে পারলো, সে অবশ্যই নামাযের ঐ রাকআতটি পেয়েছে বলে গণ্য হবে।

بَابُ مَنْ أَدْرَكَ الْإِمَامَ قَبْلَ إِقَامَةِ صُلْبِهِ فَقَدْ أَدْرَكَ الصَّلَاةَ

حَدَّثَنَا أَبُو طَالِبٍ الْحَافِظُ ، ثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَجَّاجِ بْنِ رِشْدِينَ ، ثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ إِسْمَاعِيلَ ، قَالَا : ثَنَا ابْنُ وَهْبٍ ، ح : وَحَدَّثَنَا أَبُو طَالِبٍ ، نَا ابْنُ رِشْدِينَ ، ثَنَا حَرْمَلَةُ ، ثَنَا ابْنُ وَهْبٍ ، حَدَّثَنِي يَحْيَى بْنُ حُمَيْدٍ ، عَنْ قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، عَنِ ابْنِ شِهَابٍ ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلَاةِ ، فَقَدْ أَدْرَكَهَا قَبْلَ أَنْ يُقِيمَ الْإِمَامُ صُلْبَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ