১১৭৫

পরিচ্ছেদঃ ৩২. সশব্দে ‘বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত

১১৭৫(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... শো’বা (রহঃ) থেকে ওয়াকী’ (রহঃ) এর উক্তির অনুরূপ বর্ণিত। এই হাদীস যায়েদ ইবনুল হুবাব (রহঃ) শা’বা (রহঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তাঁরা সশব্দে তাসমিয়া পড়তেন না । উবায়দুল্লাহ ইবনে মূসা (রহঃ) শো’বা (রহঃ) সূত্রে এবং হাম্মাম (রহঃ) কাতাদা (রহঃ) সূত্রে তার অনুসরণ করেন।

بَابُ ذِكْرِ اخْتِلَافِ الرِّوَايَةِ فِي الْجَهْرِ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ الْجُنَيْدِ ، ثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ ، ثَنَا شُعْبَةُ بِمِثْلِ قَوْلِ وَكِيعٍ سَوَاءً . وَرَوَاهُ زَيْدُ بْنُ الْحُبَابِ ، عَنْ شُعْبَةَ ، فَقَالَ : فَلَمْ يَكُونُوا يَجْهَرُونَ ، وَتَابَعَهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، عَنْ شُعْبَةَ وَهَمَّامٌ ، عَنْ قَتَادَةَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ শু'বা (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ