৭০০

পরিচ্ছেদঃ ৬৩. কোন ব্যক্তি কয়েক বছর যাবত পানি না পেলেও তার জন্য তাইয়াম্মুম করা বৈধ

৭০০(৪). আল-হুসাইন (রহঃ) ... আমর ইবনে বিজদান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু যার (রাঃ)-কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন, নিশ্চয়ই পাক মাটি মুসলিমদের জন্য উযুর উপকরণ, যদিও দশ বছর অতিবাহিত হয়। যখন সে পানি পাবে তখন যেন নিজের শরীরে পানি পৌছায় (গোসল করে)। কেননা এটাই উত্তম।

بَابٌ : فِي جَوَازِ التَّيَمُّمِ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ سِنِينَ كَثِيرَةً

حَدَّثَنَا الْحُسَيْنُ ، نَا الْعَبَّاسُ بْنُ يَزِيدَ ، نَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، نَا خَالِدٌ الْحَذَّاءُ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ عَمْرِو بْنِ بُجْدَانَ ، قَالَ : سَمِعْتُ أَبَا ذَرٍّ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " إِنَّ الصَّعِيدَ الطَّيِّبَ وَضُوءُ الْمُسْلِمِ ، وَلَوْ إِلَى عَشْرِ حِجَجٍ ، فَإِذَا وَجَدَ الْمَاءَ فَلْيُمِسَّ بَشْرَتَهُ الْمَاءَ ، فَإِنَّ ذَلِكَ هُوَ خَيْرٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আমর ইবনে বিজদান (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ