৫২৭

পরিচ্ছেদঃ ৫৫. বগল স্পর্শ করা সম্পর্কিত বর্ণনা

৫২৭(১). আবু রাওক আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে বাক্‌র (রহঃ) ... উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমার (রাঃ)-এর নিকট বগল স্পর্শ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, তা স্পর্শ করলে উযু করতে হবে।

بَابُ مَا رُوِيَ فِي مَسِّ الْإِبِطِ

حَدَّثَنَا أَبُو رَوْقٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ بَكْرٍ ، نَا أَحْمَدُ بْنُ رَوْحٍ ، نَا سُفْيَانُ ، قَالَ سَمِعْنَاهُ مِنْ عَمْرٍو ، يُحَدِّثُهُ عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُبَيْدِ اللَّهِ ، قَالَ : سُئِلَ عُمَرُ عَنْ مَسِّ الْإِبِطِ ؟ فَقَالَ : " يَتَوَضَّأُ مِنْهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ