লগইন করুন
পরিচ্ছেদঃ ৫৩. যাতে উযু নষ্ট হয় এবং (স্ত্রীকে) স্পর্শ করা ও চুমা দেয়া
৪৯৬(২৫). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... যয়নব (রহঃ) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি তার স্ত্রীকে চুমা দিলো এবং তাকে স্পর্শ করলো, তার জন্য উযু করা কি ওয়াজিব? তিনি বলেন, অবশ্যই কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার পর আমাকে চুমা দিতেন, তারপর গিয়ে নামায পড়তেন, কিন্তু পুনরায উযু করতেন না।
এই যয়নব অপরিচিত। এই হাদীস দলীল হিসাবে পেশযোগ্য নয়।
بَابُ صِفَةِ مَا يَنْقُضُ الْوُضُوءَ ، وَمَا رُوِيَ فِي الْمُلَامَسَةِ وَالْقُبْلَةِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ الدِّمَشْقِيُّ أَحْمَدُ بْنُ بِشْرِ بْنِ عَبْدِ الْوَهَّابِ ، نَا هِشَامٌ ، نَا عَبْدُ الْحَمِيدِ ، ثَنَا الْأَوْزَاعِيُّ ، نَا عَمْرُو بْنُ شُعَيْبٍ ، عَنْ زَيْنَبَ ؛ أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ عَنِ الرَّجُلِ يُقَبِّلُ امْرَأَتَهُ وَيَلْمَسُهَا ، أَيَجِبُ عَلَيْهِ الْوُضُوءُ فَقَالَتْ : " لَرُبَّمَا تَوَضَّأَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَيُقَبِّلُنِي ، ثُمَّ يَمْضِي فَيُصَلِّي وَلَا يَتَوَضَّأُ " . زَيْنَبُ هَذِهِ مَجْهُولَةٌ ، وَلَا تَقُومُ بِهَا حُجَّةٌ