৩৫৯

পরিচ্ছেদঃ ৩৭. নবী (ﷺ) এর বক্তব্য— উভয় কান মাথার অন্তর্ভুক্ত

৩৫৯(৪৫). আনাস ইবনে মালেক (রাঃ) থেকেও হাদীসটি বর্ণিত হয়েছে। যেমন আবদুস সামাদ ইবনে আলী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উভয় কান মাথার অংশ।

আবদুল হাকাম কর্তৃক বর্ণিত হাদীস দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়।

بَابُ مَا رُوِيَ مِنْ قَوْلِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ

رُوِيَ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ : نَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَلِيٍّ ، نَا الْحَسَنُ بْنُ خَلَفِ بْنِ سُلَيْمَانَ الْجُرْجَانِيُّ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْجُرْجَانِيُّ ، نَا عَفَّانُ بْنُ سَيَّارٍ ، قَالَ : نَا عَبْدُ الْحَكَمِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " الْأُذُنَانِ مِنَ الرَّأْسِ " . عَبْدُ الْحَكَمِ لَا يُحْتَجُّ بِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ